দেশজুড়ে

ফেসবুকে অশালীন মন্তব্য : মানহানির মামলা যুবলীগ নেত্রীর

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশালীন মন্তব্য ও মিথ্যা তথ্য দিয়ে মানহানির অভিযোগ এনে আওয়ামী যুব মহিলা লীগের তিন নেত্রীর বিরুদ্ধে আদালতে মানহানির অভিযোগে মামলা করেছেন সংগঠনটির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক সায়রা বানু রৌশনী।

Advertisement

বৃহস্পতিবার (৪ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল ইমরান খানের আদালতে এ মামলা করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আসাদুজ্জামান খান।

আসামিরা হলেন- যুব মহিলা লীগের চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক জুলেখা বেগম, মহানগর কমিটির সদস্য ও ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি সোনিয়া আজাদ এবং ৩৯ নম্বর ওয়ার্ডের ইউনিট আহ্বায়ক আসমানী ঝুমুর।

Advertisement

আইনজীবী আসাদুজ্জামান খান জাগো নিউজকে বলেন, ‘অভিযুক্তরা বিভিন্ন সময় ফেসবুকে আমার বাদী সায়রা বানু রৌশনী’র বিরুদ্ধে অশালীন মন্তব্য ও মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন, যার মাধ্যমে তার বাদীর মানহানি হয়েছে। আজ তিনি বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছেন। আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।’

জেডএ/জেআইএম