বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে বাংলা একাডেমি দিনব্যপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। ১৫ আগস্ট সকাল ৭টায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে দিবসের কার্যক্রম।তাছাড়া বিকেল ৪টায় একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বঙ্গবন্ধু বিষয়ক একক বক্তৃতা অনুষ্ঠিত হবে। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খানের সভাপতিত্বে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ফরাসউদ্দিন অনুষ্ঠানে একক বক্তৃতা প্রদান করবেন।সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বঙ্গবন্ধুকে নিবেদিত আবৃত্তি পরিবেশন করবেন। সবশেষে ১৯৭৫-এর ১৫ই আগস্টের বিয়োগান্ত ঘটনা নিয়ে ম. হামিদ প্রযোজিত প্রামাণ্যচিত্র ‘সেই অন্ধকার’ প্রদর্শন করা হবে। এসকেডি/পিআর
Advertisement