আন্তর্জাতিক

পাকিস্তানে বিষাক্ত মদপানে ১৮ জনের মৃত্যু

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে বিষাক্ত মদপানে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলেছেন, আরও ১৫ জনের অবস্থা গুরুতর। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।খবরে বলা হয়েছে, মঙ্গলবার রাতে মুনশাইন নামের বিষাক্ত মদ পান করেন তারা। করাচির জিন্নাহ হাসপাতালের চিকিৎসক সেমি জামালি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘মঙ্গলবার রাতে বিষাক্ত মদপানে ১৮ জনের মৃত্যু হয়েছে।’ তিনি জানান, আরও ১৫ জনের অবস্থা গুরুতর এবং চিকিৎসকরা তাদের বাঁচানোর চেষ্টা করছেন।পুলিশের আইজি (ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ) সিন্ধ ঘুলাম হায়দার জামালি বিষাক্ত মদ বিক্রেতাদের আটকের নির্দেশ দিয়েছেন। পুলিশের অপর এক কর্মকর্তা আখতার ফারুক জানিয়েছেন, পুলিশ করাচি শরাব নামের স্থানীয়ভাবে তৈরি মদসহ তিনজনকে আটক করেছে। প্রসঙ্গত, মাত্র কয়েক দিন আগে হায়দ্রাবাদ শহরে বিষাক্ত মদপানে ২০ জনের মৃত্যু হয়। সূত্র : ডন

Advertisement