জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ অর্থবছরে ৫১ কোটি ৮৫ লক্ষ টাকার রাজস্ব (অনুন্নয়ন) বাজেট অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ৬৮তম সিন্ডিকেট সভায় এ বাজেট অনুমোদন করা হয়।বাজেটে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশন প্রদেয় অর্থ ৩৮ কোটি ৬৫ লক্ষ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ১০ কোটি ৩৭ লক্ষ টাকা এবং ঘাটতি বাজেট ২ কোটি ৮৩ লক্ষ টাকা (যা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে প্রাপ্তি সাপেক্ষে ব্যয়যোগ্য) ধরা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ১০ কোটি ৩৭ লক্ষ টাকার মধ্যে ১ম বর্ষ অনার্স ভর্তি ফরম বিক্রি বাবদ আয়ের শতভাগ ধরা হয়েছে।২০১৫-১৬ অর্থবছরের মূল বাজেট ৫১ কোটি ৮৫ লক্ষ টাকার মধ্যে বেতন ভাতাদি ৩৩ কোটি ৬৫ লক্ষ টাকা, পেনশন মঞ্জুরী খাতে ১০ লক্ষ টাকা, সাধারণ আনুষঙ্গিক খাতে ৭ কোটি ২০ লক্ষ টাকা, শিক্ষা আনুষঙ্গিক খাতে ৮ কোটি টাকা, মেরামত, সংরক্ষণ ও পুনর্বাসন খাতে ১ কোটি ২০ লক্ষ টাকা এবং মূলধন মঞ্জুরী খাতে ১ কোটি ৭০ লক্ষ টাকা বরাদ্দ ধরা হয়েছে।এসএম/আরএস/পিআর
Advertisement