পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বার্নিকাট জিএসপি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে বিস্তারিত অবহিত করে বলেন, এবারের জিএসপি পুর্নবিবেচনা তালিকায় বাংলাদেশের অন্তর্ভূক্ত না হওয়া কোনো রাজনৈতিক বিষয় নয়। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট প্রদত্ত জিএসপি সুবিধা বর্তমানে স্থগিত রয়েছে। তবে পরবর্তীতে বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনার মাধ্যমে এ বিষয়ে নতুন সিদ্ধান্ত গৃহীত হবে বলেও জানান তিনি। বাংলাদেশের পোশাক শিল্পের বিভিন্ন কারখানা পরিদর্শনের অভিজ্ঞতার আলোকে মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে বলেন, কারখানাসমূহে নিরাপত্তাসহ অন্যান্য অবস্থার যথেষ্ট উন্নতি সাধিত হয়েছে এবং বিষয়টি তিনি তার কর্তৃপক্ষের নিকট যথাযথভাবে উপস্থাপন করবেন।বৈঠকে শাহরির আলম যুক্তরাষ্ট্রে অবস্থানরত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনী রাশেদ চৌধুরী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কর্তৃক দণ্ডপ্রাপ্ত আসামি আশরাফুজ্জামান খানকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের মাধ্যমে সে দেশের সরকারের প্রতি অনুরোধ জানান। প্রেক্ষিতে, মার্কিন রাষ্ট্রদূত তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।এছাড়া, মিয়ানমারের অনিবন্ধিত নাগরিকদের বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের উদ্যোগকে রাষ্ট্রদূত বার্নিকাট সাধুবাদ জানান।এসএ/এসকেডি/এমআরআই
Advertisement