দেশজুড়ে

রাজশাহীতে বিপুল পরিমাণ সুখী বড়ি উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জন্মনিরোধক `সুখী` বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভারতীয় সীমান্ত সংলগ্ন চর আষাড়িয়াদহ গ্রামের একটি বাড়ির পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।৩৭ বিজিবি`র গোদাগাড়ীর সাহেবনগর সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার আকরাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির হাবিলদার আবদুল মান্নানের নেতৃত্বে বিজিবি`র একটি দল চর আষাড়িয়াদহ গ্রামে অভিযান চালায়। এ সময় একটি বাড়ির পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় তিন বস্তায় ১৮ হাজার ৭০০ পাতা `সুখী` বড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯ লাখ ৩৫ হাজার ৪০ টাকা।তিনি আরো জানান, বিপুল পরিমাণ এসব বড়ি ভারতে পাচারের জন্য সীমান্ত এলাকার গ্রামে মজুদ করে রাখা হয়েছিল। উদ্ধার হওয়া এসব বড়ি কাস্টম বিভাগে জমা দেয়া হবে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি মামলাও করা হবে।শাহরিয়ার অনতু/এআরএ/এমআরআই

Advertisement