বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের কুলাউড়া-শাহবাজপুর সেকশনের পুনর্বাসনের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে ও ভারতীয় প্রতিষ্ঠান বালাজী রেলরোড সিস্টেম লিমিটেডের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার স্বাক্ষরিত এই চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার মো. মোজাম্মেল হক এবং বালাজী রেলরোড সিস্টেম লিমিটেডের কর্পোরেট হেড কমার্শিয়াল তপন ঘোষ।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক, রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ সালাহউদ্দিন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন, বালাজী রেলরোড সিস্টেমের ব্যবস্থাপনা পরিচালক সুনীল শ্রীবাস্তবসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ৫১ দশমিক ৫৩ কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণে ব্যয় হবে মোট ৬৭৮ কোটি ৫০ লাখ ৭৯ হাজার টাকা। এর মধ্যে প্রকল্প সহায়তা ৫৫৫ কোটি ৯৮ লাখ ৭৬ হাজার টাকা এবং সরকারি অর্থ ১২২ কোটি ৫২ লাখ ৩ হাজার টাকা। ভারতীয় ঋণ সহায়তায় এই প্রকল্প ৩০ মাসে বাস্তবায়ন করা হবে।রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেন, ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। ভারতীয় সহায়তা বাংলাদেশ রেলওয়ের বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রেলওয়ের উন্নয়নে বিশেষ নজর দিয়েছে। রেলওয়ের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে।এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরন বাংলাদেশের রেলপথ মন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, ভারত সরকার বাংলাদেশ রেলওয়েসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রদান করছে এবং এই সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।এসকেডি/পিআর
Advertisement