দেশজুড়ে

মনোনয়ন যেই পাক তার পক্ষেই কাজ করার ঘোষণা দিলেন ৭ প্রার্থী

‘বিএনপি-জামায়াতের অব্যাহত ষড়যন্ত্রের বিরুদ্ধে নৌকায় ভোট দিন, উন্নয়ন বুঝে নিন’ শীর্ষক সমাবেশ মঞ্চে দলীয় প্রচারণা করলেন একই আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৭ প্রার্থী।

Advertisement

টাঙ্গাইলের আলোচিত মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলার অন্যতম আসামি ও দলীয় এমপি আমানুর রহমান খান রানার ঘাটাইল আসনে পৌর আওয়ামী লীগ আয়োজিত এ জনসমাবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৭ প্রার্থী একই মঞ্চে দাঁড়িয়ে দলীয় প্রার্থী মনোনয়ন যেই পাক দলের স্বার্থে মনোনীত প্রার্থীর পক্ষে অন্য সকল প্রার্থী ও সমর্থকরা এক যোগে কাজ করবে। এ আসনে কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না।

এ আসনের মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাবেক ভিসি অধ্যাপক ড. কামরুল হাসান খান, জেলা আওয়ামী লীগের সহ-ভাপতি ইউসুফ আব্দুল্লাহ তুহিন, আইন বিষয়ক সম্পাদক ও জিবিজি কলেজের সাবেক ভিপি এস আকবর খান, সোনালী ব্যাংকের পরিচালক ড.নুরুল আলম তালুকদার, ডেপুটি এটর্নি জেনারেল ড. শহিদুল ইসলাম, সাবেক এমপি ডা. মতিউর রহমানের ছেলে তানভীর রহমান ও তেজগাঁও কলেজের বাংলা বিভাগের প্রফেসর অধীর চন্দ্র সরকার।

ঘাটাইল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক শহিদুজ্জামান খান ভিপি শহীদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রহমান, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আ.ন.ম বজলুর রহীম রিপন ও ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র হাসান আলী প্রমুখ।

Advertisement

আয়োজিত জনসভাস্থলে দলীয় নেতাকর্মীসহ মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় দীর্ঘদিন যাবৎ কারাগারে রয়েছেন। তার আসনে আওয়ামী লীগের ৮ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী হয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন। ওই প্রার্থীদের ৭ জনই এক সভামঞ্চে উঠে আওয়ামী ঐক্যের নজির প্রতিষ্ঠা করলেন।

আরিফ উর রহমান টগর/এমএএস/এমএস

Advertisement