খেলাধুলা

আমি সাকিবকে যেতে বলিনি : আকরাম

সাকিবের ক্যারিয়ারের কাল অধ্যায় বলা চলে সোমবার দিনটিকে। এ দিন সব কিছুই তার বিপক্ষে গেছে। দুপুর আড়াইটার কিছু আগে সাকিব বিসিবি’তে আসেন। তার কিছুক্ষণ পর আসেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। ৩-৪ জন পরিচালক ছাড়া বাকি সবাই আগে থেকেই বিসিবিতে উপস্থিত ছিলেন। ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেট অপারেসন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানও। তিনি অবশ্য সভা শেষ হওয়ার আগে কোনো কথা বলেননি। বলেছেন সভাশেষে।সাকিব আগেরদিন বিমানবন্দরে নেমেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন আকরাম খানের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে লন্ডনে গিয়েছিলেন। কিন্তু বিষয়টি অস্বীকার করেছেন আকরাম খান নিজেই। তিনি বলেছেন, ‘সাকিব আমাকে ফোন করেছিল, আমি বলেছি সুজনের সঙ্গে কথা বলে যাও। আমি তাকে এটাও বলেছি আমার দিক থেকে কোনো সমস্যা নেই।’কিন্তু বিমানবন্দরে সাকিব সাংবাদিকদের বলেছিলেন, ‘আকরাম ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল, সে আমাকে বলেছে কোনো সমস্যা নেই ভাল করে খেল।’ অথচ ২ জনের কথা দু’রকম। আকরাম খানের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেছেন, ‘আমি কেন তাকে যেতে বলব, সেই এখতিয়ার আমার নেই। স্বাক্ষর করার ইখতিয়ার শুধু সুজনের।’বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও এই বিষয়ে বলেছেন। তিনি বলেছেন, ‘সাকিব আমার সঙ্গে আজ (সোমবার) বসেছিল। সাকিব ভেবেছিল লন্ডনে গিয়ে অনাপত্তিপত্র(এনওসি) পেয়ে যাবে। যেহেতু সুজন তখন ছিল না। সাকিব আমাকে বলেছে আকরাম তাকে বলেছিল সুজনের সঙ্গে কথা বলতে। সব সময় সুজনের কাছ থেকেই অনাপত্তিপত্র (এনওসি) নেয়। এর আগে সুজনের কাছ থেকেই এনওসি নিয়েছিল সাকিব।’তিনি আরও বলেছেন, ‘সাকিব ভেবেছিল অনাপত্তিপত্রও(এনওসি) আছে। যাওয়ার আগের রাতে নিশ্চিত হয় এনওসি নেই তার। তখন তাড়াহুড়া করে সাকিব আকরামকে বলে চলে যায়। আকরামকে জানানোর পর আকরাম সাকিবকে বলেছে আমার ব্যক্তিগত ভাবে কোনো সমস্যা নেই। কিন্তু তোমার তো সুজনের কাছ থেকেই অনাপত্তিপত্র(এনওসি) নিতে হবে।’সাকিবকে শুধু এই ঘটনার জন্যই নিষিদ্ধ করা হয়নি। তাকে বিগত কয়েক সিরিজে তার আচরণগত সমস্যার কারণে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই বিষয়ে নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমরা সাকিবের বিষয়ে অনেকক্ষণ আলাপ আলোচনা করেছি। সবাই এক মতে পৌঁছেতে সবার বিশদ শাস্তি হওয়া উচিত। বোর্ড মনে করে এটা সিরিয়াস আচরণগত সমস্যা। তার আচরণগত সমস্যা এতই যা কিনা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নেই।’

Advertisement