এখন থেকে ইন্টারভিউ নিয়ে তবেই সরকারের উন্নয়ন কাজে প্রকল্প পরিচালক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল। বৃহস্পতিবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জাতীয় উন্নয়ন ও উন্নয়ন একাডেমি (এনএডিপি) এর ৩৩তম বোর্ড অব গভর্নরস সভায় চেয়ারম্যানের বক্তব্যে তিনি এ কথা বলেন।পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রকল্প পরিচালক নিয়োগে এখন থেকে ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হবে। সংশ্লিষ্ট প্রকল্পের সাথে কোন কর্মকর্তার শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ আছে কিনা তা খতিয়ে দেখা হবে। বিষয়টি নিয়ে গত মঙ্গলবার জ্বালানি ও খনিজ সম্পদ সচিবের সাথে আমার বিস্তারিত আলোচনা হয়েছে।’উন্নয়ন পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএডিপি) কে নির্দেশ দিয়ে পরিকল্পমন্ত্রী এসময় বলেন, ‘এনএডিপি একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের উচিত প্রকল্প বাস্তবায়নে যাতে শতভাগ সমন্বয় হয় সে উপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করা। এজন্যে প্রকল্প পরিচালক থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার সক্ষমতা বৃদ্ধিতে আরো প্রশিক্ষণের ব্যবস্থা নিতে আমি এনএডিপিকে নির্দেশ দিচ্ছি’।তিনি বলেন, ‘আইএমইডিসহ পরিকল্পনা কমিশনের প্রত্যেকে প্রকল্প তৈরি, মূল্যায়ন ও পরিবীক্ষণ বিষয়ে ধারাবাহিক প্রশিক্ষণ দিতে হবে। এসব কর্মকর্তাদের সক্ষমতা না বাড়ালে প্রকল্প তৈরি, মূল্যায়ন ও পরিবীক্ষণ ভালোভাবে হবে না। ফলে প্রকল্প বাস্তবায়ন ক্ষতিগ্রস্ত হবে’।এনএডিপির বোর্ড অব গভর্নরস এর সদস্য ও এফবিসিসিআই এর সভাপতি মাতলুব আহমেদ প্রকল্প পরিচালক নিয়োগের ক্ষেত্রে পরামর্শ দিয়ে বলেন, ‘কর্মকর্তাদের প্রকল্প পরিচালনা বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দিয়ে তবেই প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দান করা উচিত। নিয়োগের পর যদি দেখা যায় তার দুর্বলতা আছে তখন কেবল প্রকল্পই বিঘ্নিত হয়। এই প্রশিক্ষণের ব্যাপারটিতে এনএডিপি সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে’।অর্থনৈতিক সর্ম্পক বিভাগের সচিব মেজবাহ উদ্দিন প্রকল্প পরিচালক নিয়োগ নিয়ে বলেন, ‘শুধুমাত্র সরকারি কর্মকর্তাদেরই প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ দিতে হবে এর কোনো মানে নেই। বিশ্বায়নের এ যুগে আমরা আউট সোর্সিং এর মাধ্যমে প্রকল্প পরিচালক নিয়োগ দিতে পারি’।বিষয়টি নিয়ে অর্থ সচিব মাহবুব বলেন, ‘প্রকল্প পরিচালক নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচিত পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করা। অপরদিকে এনএডিপির উচিত প্রশিক্ষণ দিয়ে প্রকল্প পরিচালক তৈরি করা’।শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলেন, ‘প্রকল্প বাস্তবায়ন ঠিক মত না হওয়ায় অন্যতম মুল কারণ নিম্ন মানের প্রকল্প প্রস্তাবনা। একটি প্রকল্প ৫ বছর ধরে বাস্তবায়নের কথা থাকলেও তৈরি করা হয় মাত্র একমাসে। সঠিক যাচাই-বাছাই ছাড়া প্রকল্প প্রস্তাব তৈরি করা হয় বলে বাস্তবায়নে জটিলতা সৃষ্টি হয়’।এনএডিপির মহাপরিচালক কেএম মোজাম্মেল হক সঞ্চালনায় আইএমইডির সচিব, পরিকল্পনা কমিশনের বিভিন্ন সদস্যবৃন্দ, আইসিএবিএর সভাপতি বিআইডিএস এর মহাপরিচালক অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।এসএ/এসএইচএস/এমআরআই
Advertisement