আইন-আদালত

একাত্তর টিভির কর্মকর্তা নিহত : বাসচালক কারাগারে

রাজধানীতে বাসের ধাক্কায় একাত্তর টেলিভিশনের মার্কেটিং বিভাগের কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত হওয়ার ঘটনায় গ্রেফতার ভিআইপি পরিবহনের চালক সুজন মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৩ অক্টোবর) দুই দিনের রিমান্ড শেষে সুজন মিয়াকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

Advertisement

এসময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক আশরাফুল আলম।অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিন শুনানির জন্য আগামী ৮ অক্টোবর দিন ধার্য করেন।

এর আগে ৩০ সেপ্টেম্বর সুজন মিয়াকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন।

২৯ সেপ্টেম্বর সকালে জাহাঙ্গীর গেটের সামনে ভিআইপি পরিবহনের একটি বাস আনোয়ারকে ধাক্কা দেয়। পরে আশপাশের লোকজন গুরুতর অবস্থায় তাদের দুই জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আনোয়ার হোসেনের মৃত্যু হয়।

Advertisement

জেএ/এসএইচএস/এমএস