খেলাধুলা

সাড়ে তিনশ রানের জুটিতে রনি-মজিদের রেকর্ড

আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের যোগ্য সঙ্গী পাওয়া নিয়ে দুশ্চিন্তা থাকলেও, দেশের ঘরোয়া ক্রিকেটের সেরা উদ্বোধনী জুটি বেঁছে নিতে কারো সমস্যা হওয়ার কথা নয়। ঢাকা বিভাগের দুই ব্যাটসম্যান রনি তালুকদার ও আব্দুল মজিদের জুটি দেশের অন্য যেকোনো উদ্বোধনী জুটির চেয়ে দৃঢ়। যারা বুধবার জন্ম দিয়েছেন নতুন এক রেকর্ডের।

Advertisement

দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে উদ্বোধনী জুটিতে এখনও পর্যন্ত তিনশ পেরুনো জুটি হয়েছে মোট পাঁচটি। এর তিনটিতেই রয়েছে রনি-মজিদের নাম। ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম ও শেষ তিনশ রানের উদ্বোধনী জুটিতে আগের চারটিকেও ছাড়িয়ে রেকর্ড গড়েছেন এ দুই উদ্বোধনী ব্যাটসম্যান।

চট্টগ্রামের বিপক্ষে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে বুধবার ৩৫০ রানের জুটি গড়েছেন রনি ও মজিদ। দুজনই হাঁকিয়েছেন সেঞ্চুরি। আগের দিনে করা সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন রনি। খেলেছেন ক্যারিয়ার সর্বোচ্চ ২২৮ রানের ইনিংস।

রনি-মজিদের এ রেকর্ডগড়া ব্যাটিংয়ে শেষ দিনে জয়ের অপেক্ষায় রয়েছে ঢাকা বিভাগ। প্রথম ইনিংসে ৯৬ রানের লিড পাওয়া ঢাকা দ্বিতীয় ইনিংসে ইনিংস ঘোষণা করে ১ উইকেটে ৩৮৫ রান করে। মজিদ আউট হন ১৩২ রান করে। ২২৮ রানের ইনিংস খেলে অপরাজিতই থাকেন রনি।

Advertisement

৪৮২ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১৩৫ রান করতে পেরেছে চট্টগ্রাম। শেষ দিনে তাদের জয়ের জন্য প্রয়োজন আরও ৩৪৭ রান, হাতে রয়েছে ৭টি উইকেট। তাসামুল হক ৩৩ ও সায়েদ সরকার ৬ রানে অপরাজিত রয়েছেন। ৬২ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন মুমিনুল হক।

এসএএস/জেআইএম