ক্যাম্পাস

ইবির উন্নয়ন কাজ বন্ধের হুমকি ছাত্রলীগের

চাঁদা না দেওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন কাজ বন্ধের হুমকি দিয়েছেন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম গ্রুপের কর্মী শিশির ইসলাম বাবু ও তার সহযোগীরা। গত মঙ্গলবার ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে অবকাঠামো উন্নয়ন কাজ করতে হলে ছাত্রলীগকে টাকা দিতে হবে বলে ঠিকাদারদের শাসিয়ে আসেন তারা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে উন্নয়ন কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ঠিকাদাররা। ক্যাম্পাস ও ছাত্রলীগের একটি গ্রুপ সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন বাবদ এক কোটি ৭৫ লক্ষ টাকা বরাদ্দ হয়। কাজের টেন্ডার আহ্বান করলে সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক অমিত কুমার দাসকে পেছনে ফেলে সহ-সভাপতি মিজানুর রহমান মিজু কাজ পাইয়ে দেয় সাতটি ঠিকাদার প্রতিষ্ঠানকে। ফলে শুরু থেকেই এ ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোর উপর ক্ষিপ্ত ছিলেন সভাপতি সাইফুল ইসলাম। অবকাঠামোগত উন্নয়নের ১৮টি কাজ পায় সাতটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এ ১৮টি কাজের মধ্যে ১২টি কাজ শুরু হয়ে এগিয়ে চলছিল দ্রুত গতিতে। হঠাৎ করে প্রত্যেকটি ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে হুমকি-ধামকি দিয়ে ভয়ভীতি দেখান সভাপতি সাইফুল ইসলাম গ্রুপের কর্মী শিশির ইসলাম বাবু ও তার সহযোগিরা। এমনকি চাঁদা না দিলে অবকাঠামো উন্নয়নের কাজ বন্ধ করে দেওয়ারও হুমকি দেয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জাগো নিউজকে বলেন, ছাত্রলীগের পরিচয় দিয়ে বাবুর নেতৃত্বে কয়েকজন এসে চাঁদা দাবি করেছেন। টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছেন তারা। এ বিষয়ে শিশির ইসলাম বাবু অভিযোগ অস্বীকার করে জাগো নিউজকে জানান, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এ ধরনের কাজের সঙ্গে আমার জড়িত থাকার বিষয়টি ভিত্তিহীন।ফেরদাউসুর রহমান সোহাগ/এমজেড/এমআরআই

Advertisement