প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সব ধরনের কোটা বাতিলের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে এ বিষয়ে আলোচনার পর অবস্থান জানাবে আন্দোলনকারীরা।
Advertisement
বুধবার (৩ অক্টোবর) বিকেলে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের কেন্দ্রীয় কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে বৈঠকের পর আন্দোলনকারীদের আহ্বায়ক হাসান আল মামুন এ কথা জনান।
তিনি বলেন, ‘বৈঠকে অন্যান্য বিশ্ববিদ্যালয়-কলেজ প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সিদ্ধান্ত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা কোটা বাতিল না, সংস্কার চেয়েছিলাম। কিন্তু সরকার কোটা বাতিল করেছে। আর এ আন্দোলন আমাদের একার না, দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের আন্দোলন। তাই আমরা তাদের মতামত গ্রহণের পর কোটা বাতিল ইস্যুতে আমাদের বক্তব্য দিবো। এখনই এ বিষয়ে আমরা কোনো ধরনের বক্তব্য রাখতে চাচ্ছি না।’
Advertisement
এমএইচ/এএইচ/জেআইএম