অর্থনীতি

প্যারাগনের মামলা: দুই সাক্ষীর বিরুদ্ধে সমন জারি

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারাগন লেদার অ্যান্ড ফুটওয়্যার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের শেয়ার কারসাজি মামলার দুই সাক্ষীর বিরুদ্ধে সমন জারি করেছে বিএসইসি স্পেশাল ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার স্বাক্ষীদের স্বাক্ষ্য দেয়ার দিন ধার্য থাকলেও তারা উপস্থিত না থাকার কারণে তাদের বিরুদ্ধে এ সমন জারি করেন ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবীর। এছাড়া এদিন অন্য দুই সাক্ষীর জবানবন্ধী ও জেরা শুনানি হয়েছে। যেসব সাক্ষীর বিরুদ্ধে সমন জারি করা হয়েছে তাদের মধ্যে আছেন আজিজুল রহমান ও জামিউল ইসলাম । অপরদিকে যেসব সাক্ষীর জবানবন্ধী ও জেরা শুনানি হয়েছে তাদের মধ্যে আছেন চাটার্ড ক্রেডিট কো অপারেটিভ সোসাইটির ডিএমডি সিরাজুল ইসলাম এবং সন্ধানী ক্রেডিট কো অপারেটিভ সোসাইটির কর্মকর্তা মিজানুর রহমান। বাদী পক্ষের সাক্ষীদের আদালতে জবানবন্ধী দিতে সহযোগিতা করেন প্রসিকিউটর মাসুদ রানা খান। অপরদিকে সাক্ষীদেরকে জেরা করেন আসামী পক্ষের আইনজীবী। মামলার ২০ জন আসামীর মধ্যে ২ জন উপস্থিত ছিলেন। তারা হলেন পূবালী ব্যাংকের সাবেক কর্মকর্তা মোজাম্মেল হোসেন ও মাহবুবুর রহমান। অপরদিকে ১৮ জন আসামি পলাতক রয়েছে। আগামী ১৯ আগস্ট মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। মামলার এজাহার থেকে জানা গেছে, ২০০১ সালের প্যারাগন লেদার অ্যান্ড ফুটওয়্যার ইন্ড্রাস্ট্রিজ লিমেটেডের ভূয়া শেয়ার সার্টিফিকেট পূবালী ব্যাংকের মতিঝিল ফরেন এক্সচেঞ্জ শাখায় আসামিরা পরস্পরের যোগসাজশে জমা রাখেন। এ ভূয়া শেয়ার সার্টিফিকেট জমা রেখে আসামিদের মধ্য থেকে ১২ জন প্রত্যেকে ২০ লাখ টাকা করে ব্যাংক থেকে উঠিয়ে নেয় বলে মামলার বিবরণে অভিযোগ রয়েছে। এসআই/এসকেডি/এমআরআই

Advertisement