দেশজুড়ে

আবারো পায়ুপথে মিলল ১২টি স্বর্ণের বার

ভারতে পাচারকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে ১২টি স্বর্ণের বারসহ শহিদুল্লাহ (৩৩) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের কর্মকর্তারা। বুধবার সকালে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

Advertisement

গ্রেফতার শহিদুল্লাহ কিশোরগজ্ঞ জেলার করিমগজ্ঞ উপজেলার খুদির জঙ্গল এলাকার আফতাব উদ্দিনের ছেলে।

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক নিপুন চাকমা জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি শরীরের মধ্যে বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে এক বাংলাদেশী পাসপোর্টযাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা সদস্যরা আগে থেকে চেকপোস্ট এলাকায় নজরদারি বাড়িয়ে দেয়। এ সময় কাস্টমস ও ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে ওই যাত্রী ভারতে প্রবেশের সময় গ্রেফতার করা হলে তার শরীরে ভেতরে স্বর্ণের থাকার কথা স্বীকার করেন। পরে জুস ও পানি খাইয়ে বাথরুমে নিয়ে পায়ু পথ দিয়ে ১২টি (এক কেজি দুইশ গ্রাম) স্বর্ণের বার বের করা হয়। যার বাজার মূল্য ৬০ লাখ টাকা।

গ্রেফতার শহিদুল্লাহর বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

Advertisement

এর আগে ৩০ সেপ্টেম্বর রোববার মেহেদী হোসেন (১৯) নামে এক পাসপোর্টযাত্রীর পায়ু পথে ৩টি স্বর্ণের বার বের করা হয় ।

মো.জামাল হোসেন/আরএ/পিআর