লালমনিরহাট জেলার হাতীবান্ধায় বন্যার্ত অসুস্থ প্রবীণদের জন্য বিনামূল্যে চিকিৎসা প্রদান করেছে বহুব্রীহি নামে একটি সংস্থা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গড্ডিমারী ইউনিয়নে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে বেসরকারি সংস্থা বহুব্রীহির আয়োজনে দিনব্যাপী এ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।এক আলোচনা সভায় গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান জালাল উদ্দিন বুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা সম্পর্কিত মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সাংসদ মোতাহার হোসেন।এসময় উপস্থিত ছিলেন, গড্ডিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান, এনজিও বহুব্রীহির নির্বাহী পরিচালক জাকির হোসেন, কান্ট্রি ডিরেক্টর হেল্প এইচ ইন্টারন্যাশনাল নির্ঝনা হাসান, বহুব্রীহি প্রোজেক্ট অফিসার নূর হোসেন, প্রোজেক্ট অফিসার আই ডি আর প্রকল্প যতিশংকার অধিকারী, গড্ডিমারী ইউনিয়নের সদস্য জাকির হোসেন প্রমুখ।তিস্তা চর এলাকার প্রায় ১০০ জন প্রবীণ নারী ও পুরুষকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।রবিউল হাসান/এমজেড/এমআরআই
Advertisement