আন্তর্জাতিক

ইরাকের নতুন প্রেসিডেন্ট বাহরাম সালিহ

মধ্যপন্থী বর্ষীয়ান কুর্দি রাজনীতিবিদ বাহরাম সালিহকে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করেছেন ইরাকের আইনপ্রণেতারা। বিলম্বিত হওয়া ভোটে প্রতিদ্বন্দ্বি ফুয়াদ হুসেইনকে ২১৯-২২ ভোটে পরাজিত করেন তিনি। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এই খবর নিশ্চিত করেছে।

Advertisement

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে কুর্দি নেতা সালিহ ইরাকি কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের প্রধানমন্ত্রী এবং ইরাকের কেন্দ্রীয় সরকারের উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

ইরাকের প্রধান দুই কুর্দি দল কুর্দিস্তান ডেমোক্র্যাটিক পার্টি ও প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তানের আইনপ্রণেতারা একক প্রার্থীর বিষয়ে সম্মত না হওয়ায় মঙ্গলবার ভোটগ্রহণ বিলম্বিত হয়। ২০ জন প্রার্থীর মধ্যে থেকে একজনকে বেছে নিতে গিয়ে ওই মতবিরোধ দেখা দেয়। নতুন নির্বাচিত হওয়া প্রেসিডেন্ট ইরাকের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ জোটের এক নেতাকে প্রধানমন্ত্রী মনোনীত করতে ১৫ দিন সময় পাবেন।

তবে ১৫ দিন সময় পাওয়ার কথা থাকলেও নির্বাচিত হওয়ার দুই ঘণ্টার মধ্যেই শিয়া নেতা আদেল আবদুল মাহদিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন বাহরাম সালিহ।

Advertisement

ইরাকের দুই জন আইনপ্রণেতা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আবদুল মাহদিকে নতুন সরকার গঠনের কাজ শুরু করতে বলেছেন নতুন প্রেসিডেন্ট।

ইরাকের সংবিধান অনুযায়ী, নতুন সরকার গঠন করে পার্লামেন্টের অনুমোদন নিতে ৩০ দিন সময় পাবেন আদেল আবদুল মাহদি।

এসআর/পিআর

Advertisement