বাংলাদেশ থেকে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মৃত্যুবরণ করেছেন ১৪০ জন হাজি। এই মৃত হাজিদের পাসপোর্ট ও মৃত্যুসনদ সংগ্রহের জন্য স্বজনদের আবেদন করার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
Advertisement
আবেদনপত্রের সঙ্গে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে ওয়ারিশান সনদ ও ওয়ারিশদের মধ্যে যিনি আবেদন করবেন তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যুযুক্ত করতে বলা হয়েছে।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া) ঢাকার আশকোনায় হজ অফিসে আবেদন করা যাবে।
লতি বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদিআরব যান। তাদের মধ্যে মোট ১৪০ জন (১১৯ জন পুরুষ ও ২১ জন নারী) ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় ৮৫জন, মদিনায় ২২জন, জেদ্দায় ৫ জন, মিনায় ১৮ জন ও আরাফায় ১০ জন মৃত্যুবরণ করেন।
Advertisement
১ সেপ্টেম্বর ঢাকা হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, মোট ১৪০ জনের মধ্যে ১১৫ জন মৃত্যুবরণকারী হাজির পাসপোর্ট ও মৃত্যুসনদ সৌদি আরব হতে ঢাকার হজ অফিস এসেছে।
এমইউ/জেডএ/এমএস