আগামী ৫ অক্টোবর (শুক্রবার) দায়িত্বভার নেবেন রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ওই দিন বিকেলে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বারের মতো মেয়রের দায়িত্বভার নেয়ার কথা রয়েছে তার। এ উপলক্ষে নগর ভবনের গ্রীণ প্লাজায় থাকছে বর্ণাঢ্য আয়োজন।
Advertisement
মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান। তিনি বলেন, ওই দিন বিকেল ৩টায়শুরু হবে আনুষ্ঠানিকতা। সাড়ে ৩টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার নেবেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ওই অনুষ্ঠানে রাজশাহীর গণমান্য ব্যক্তিরা অতিথি থাকবেন।
গত ৩০ জুলাই রাসিক নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।
গত পাঁচ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথ বাক্য পাঠ করান। এর আগে ২০০৮ সালের নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন। ব্যাপক উন্নয়ন করে নগরীর চেহারা বদলে দেন তিনি।
Advertisement
এদিকে, মঙ্গলবার নগরীর সরকারি স্কুল ও কলেজ শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। দুপুরে নগরীর উপশহর নিজ বাসভবনের পাশে প্যান্ডেলে ওই সভা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে লিটন বলেন, রাজশাহীকে সুন্দরভাবে সাজাতে চাই। আপনাদের সহযোগিতা ও পরামর্শ নিয়ে রাজশাহীর উন্নয়ন কাজ করতে চাই। নগরবাসীকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই। তাকে মেয়র নির্বাচিত করার সবার প্রতি কৃতজ্ঞতা জানান লিটন।
অনুষ্ঠানে মেয়রপত্নী ও নগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আকতার রেনী বলেন, রাজশাহী কলেজ অধ্যক্ষ হবিবুর রহমান, রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান তানভীরুল আলম, মাউশি রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ড. আব্দুল মান্নান, সরকারি সিটি কলেজের অধ্যক্ষ সানাউল্লাহ, বরেন্দ্র কলেজ অধ্যক্ষ মুয়াজ্জিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ফেরদৌস/এমএএস/পিআর
Advertisement