আইন-আদালত

মওদুদ ও সানাউল্লার আগাম জামিন

সরকারি কাজ ও পুলিশকে বাধা দেয়া সংক্রান্ত নাশকতার অভিযোগে রাজধানীর হাতিরঝিলসহ বিভিন্ন থানায় করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

Advertisement

সংশ্লিষ্ট মামলায় পুলিশ প্রতিবেদন জমা না দেয়া পর্যন্ত তাদের আগাম জামিন দিয়েছেন আদালত।

জামিন সংক্রান্ত আবেদন শুনানি নিয়ে মঙ্গলবার (২ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

Advertisement

এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর হাতিরঝিল থানায় পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে একটি মামলা হয়। আর খিলগাঁও থানায় সানাউল্লাহ মিয়ার বিরুদ্ধে হয় চারটি মামলা। এসব মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

এফএইচ/এএইচ/পিআর