জাতীয়

দুর্নীতির দায়ে দুদক কর্মচারী বরখাস্ত

দুর্নীতি ও প্রতারণার দায়ে দুদকের নিরাপত্তা শাখায় কর্তব্যরত কনস্টেবল আসাদুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Advertisement

আসাদুজ্জামানের বিরুদ্ধে নিজেকে দুদকের পরিদর্শক পরিচয় দিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে ভ্যাট সংক্রান্ত মামলার বিষয়ে ভয় দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ আসে। মোট তিন দফায় রাজধানীর একটি রেস্টুরেন্ট এবং রমনা পার্কে এ অর্থ নেয়া হয়, যা দুদকের গোয়েন্দা কার্যক্রমে বেরিয়ে আসে।

অভিযোগটি তাৎক্ষণিক তদন্ত করে এর সত্যতা প্রমাণিত হয়েছে বলে দুদকের মহাপরিচালক (প্রশাসন) নিশ্চিত করেন। মঙ্গলবার আসাদুজ্জামানকে দুদকের চাকরি থেকে বরখাস্ত করা হয়। এ প্রসঙ্গে দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি চলছে। দুর্নীতি ধরা পড়ামাত্র কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অভ্যন্তরীণ দুর্নীতি নিয়ন্ত্রণে দুদক দৃঢ় প্রতিজ্ঞ।’

এমইউ/জেএইচ/পিআর

Advertisement