গাজীপুরের কালিয়াকৈরে সূত্রাপুর ইউনিয়নের গজারিয়া এলাকার বিলের পানিতে ডুবে বৃহস্পতিবার সকালে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো সাভারের হেমায়েতপুর এলাকার স্বপন দাসের মেয়ে ঈশিতা (৭), ঈন্দ্র দাসের মেয়ে স্বর্ণা মনি দাস (১০) এবং বিকাশের মেয়ে শিমলা রানী দাস (১১)।স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিনদিন আগে পূজার ছুটিতে পরিবারের সঙ্গে ওই তিন শিশু কালিয়াকৈরে সূত্রাপুর ইউনিয়নের গজারিয়া এলাকার ফুফা সত্যরঞ্জনের বাড়িতে বেড়াতে আসে।বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে বিলে কয়েক শিশু মিলে কোষা নৌকায় করে শাপলা তুলতে যায়। এক পর্যায়ে ওই নৌকাটি ডুবে যায়। বাকি শিশুরা সাঁতার কেটে পাড়ে ওঠতে পারলেও ওই তিন শিশু সাঁতার না জানায় পানির নীচে তলিয়ে যায়। অন্য শিশুদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Advertisement