ক্যাম্পাস

জাবির ‘এইচ’ ইউনিটের ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এইচ ইউনিট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) আইআইটির ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

Advertisement

এ ইউনিট ছেলেদের ২৮টি আসনের বিপরীতে ১০ গুণ শিক্ষার্থীকে উত্তীর্ণ করে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। একইভাবে মেয়েদের ২৮টি আসনের বিপরীতে ১০ গুণ শিক্ষার্থীকে উত্তীর্ণ করে ফলাফল প্রকাশ করা হয়েছে।

ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির পরিচালক (ভারপ্রাপ্ত) এ কে. এম আক্কাছ আলী বলেন, বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে। এই ইনস্টিটিউটে ১৩ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইট www.ju-admission.org থেকে ফলাফল জানা যাবে।

Advertisement

হাফিজুর রহমান/আরএ/পিআর