লাইফস্টাইল

তৈলাক্ত ত্বকের কালচে ভাব দূর করবেন যেভাবে

তৈলাক্ত ত্বক নিয়ে সমস্যার কথা ভুক্তভূগীরাই জানে। ত্বক যত তৈলাক্ত হবে, ততই কালচে ভাব বাড়বে। কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়ারও উপায় আছে। চলুন জেনে নেয়া যাক তৈলাক্ত ত্বকের কালচে ভাব দূর করার খুব সহজ একটি সমাধান-

Advertisement

আরও পড়ুন: মুখে দুর্গন্ধ? দূর করবেন যেভাবে

১টি পাকা কলা, ২ চা চামচ লেবুর রস ও ১ চা চামচ মধু নিন। প্রথমে কলার খোসা ছাড়িয়ে ভালো করে পিষে নিন বা চটকে নিন। এরপর এর সঙ্গে মধু ও লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে পেস্টের মতো তৈরি করুন। এই পেস্টটি পুরো ত্বকে ভালো করে লাগিয়ে নিন। মুখ ও গলার ত্বকেও ভালো করে লাগাবেন। ১৫ মিনিট এ ভাবেই রেখে দিন।

এরপর মুখ ভালো করে ধুয়ে একটি তোয়ালে দিয়ে চেপে চেপে ত্বক শুকিয়ে নিন। তবে তোয়ালে দিয়ে মুখ ঘষবেন না। চেপে ধরে পানি শুকিয়ে নিন। সপ্তাহে অন্তত ২ বার এই প্যাক ব্যবহারেই খুব ভালো ফলাফল পাবেন।

Advertisement

কলা তৈলাক্ত ত্বকের জন্য অনেক বেশি কার্যকরী। এটি ত্বকের কমলতাও বৃদ্ধি করতে সহায়তা করে।

লেবুর রস ত্বকের তেলতেল ভাব দূর করতে সহায়তা করে এবং ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি করে।

আরও পড়ুন: মেকআপের মাধ্যমে ব্রণ ঢাকার উপায়

মধু একটি উচ্চ ঔষধিগুণ সম্পন্ন একটি ভেষজ তরল। এটি একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের ব্রণের সমস্যা দূর করে এবং ত্বককে প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে।

Advertisement

এইচএন/এমএস