জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদ) ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় ফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
Advertisement
এ ইউনিটে ছেলেদের ২৩৫টি আসনের বিপরীতে ১০ গুন শিক্ষার্থীকে উত্তীর্ণ করে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। একইভাবে মেয়েদের ১৭৫টি আসনের বিপরীতে ১০ গুন শিক্ষার্থীকে উত্তীর্ণ করা হয়েছে।
গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার বলেন, দুপুর ১২টায় ফল প্রকাশ করা হয়েছে। এবার ৫৪ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে।
ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইট www.ju-admission.org থেকে জানা যাবে।
Advertisement
হাফিজুর রহমান/এমএএস/পিআর