জাতীয়

২০২০ সালের মধ্যে ভূমি অফিসগুলোর ডিজিটালাইজেশন : ভূমিমন্ত্রী

২০২০ সালের মধ্যে ভূমি অফিসগুলোর ডিজিটালাইজেশনের কাজ এবং দেশের সব ভূমি অফিসের অবকাঠামোর উন্নয়ন কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

Advertisement

মঙ্গলবার রাজধানীর তেজগাঁও সাতরাস্তায় নির্মাণাধীন ভূমি ভবন কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে এ কথা জানান ভূমিমন্ত্রী। ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শামসুর রহমান শরীফ বলেন, ‘ইতোমধ্যে বেশ কিছু এলাকায় ভূমি ব্যবস্থাপনায় ই-সেবা চালু হয়েছে। ডিজিটালাইজেশন প্রক্রিয়া বাস্তবায়িত হলে সেবা প্রত্যাশী প্রান্তিক জনগণ জমি-সংক্রান্ত জটিলতা থেকে রক্ষা পাবে।’

আধুনিক প্রযুক্তিবান্ধব ১৫ তলা ভূমি ভবন কমপ্লেক্সটি ২০১৯ সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। মন্ত্রী সংশ্লিষ্টদের সতর্কতার সাথে নির্মাণ সামগ্রীর গুণগতমান যাচাই করে সঠিক সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

Advertisement

এ সময় ভূমি সচিব আব্দুল জলিল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মতিন-উল-হক, ভূমি ভবন কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী জামিলুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএমএম/এসআর/জেআইএম