শিশু হত্যা ও নির্যাতন বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) সিলেট শাখা। বৃহস্পতিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।মানববন্ধনে সমিতির শাখার সহ-সভাপতি ও জাতীয় কমিটির কাউন্সিলর অ্যাডভোকেট এমএ খালিক সভাপতির ভাষণে বলেন, এফপিএবি ১৯৫৩ সাল থেকে পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্যের পাশাপাশি নারীর ক্ষমাতায়ন এবং মা ও শিশুর অধিকার নিশ্চিতকরণে কাজ করে আসছে। আবদুল খালিক আরও বলেন, সম্প্রতি শিশু হত্যা, নির্যাতন ও নারীর প্রতি সহিংস আচরণ প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। এ সহিংসতা বন্ধে আমাদের সর্বস্তরের জনগণের সচেতন হতে হবে।তিনি বলেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ অথবা যখনি কোনো সমস্যা দেখা দিয়েছে এফপিএবি সবার আগে সে কার্যক্রম হাতে নিয়েছে। এরই ফলশ্রুতিতে দেশের জনসংখ্যা হ্রাস, কিশোর-কিশোরীর প্রজনন স্বাস্থ্য, নারী শিশুর স্বাস্থ্য সেবাসহ অধিকার আদায়ে এফপিএবি ব্যাপক ভূমিকা রেখে আসছে। মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে পত্রিকা খুললেই নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র চোখে পড়ে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঙ্কট মুক্ত করা এবং জনগণের মধ্যে গণসচেতনতা আনাই এ মানববন্ধনের লক্ষ্য। মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শাখার কর্মকর্তা নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর হুসনে আরা মমতা, কো-অর্ডিনেটর হাফিজুর রহমান, কো-অর্ডিনেটর তুফায়েল আহমদ, আরএইচপি সুমন ইসলাম। ছামির মাহমুদ/এমজেড/পিআর
Advertisement