রাজনীতি

বামদের সঙ্গে ‘মিনিমাম পয়েন্টে ম্যাক্সিমাম ইউনিটি’ চান কাদের

মুক্তিযুদ্ধের প্রশ্নে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ বামপন্হী দলগুলোর সঙ্গে ‘মিনিমাম পয়েন্টে ম্যাক্সিমাম ইউনিটি’ চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Advertisement

মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ সাম্যবাদী দলের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আজকে একটা বিষয় ভালো লাগছে যে, বামপন্থীরা এক সুরে কথা বলছে। সেটা হচ্ছে, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আমরা নেই। এ উচ্চারণ অনেকেই করেছেন।

তিনি বলেন, তাহলে এ উচ্চারণ যারা করেছেন আসুন না আমরা মিনিমাম পয়েন্টে ম্যাক্সিমাম ইউনিটি গড়ে ফেলি, অসুবিধাটা কোথায়? কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের অনেকের সঙ্গে আমরা একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি। তাদের আদর্শের প্রতি আমার কোনো অশ্রদ্ধা নেই। এখানে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু -এ প্রশ্নে আসুন আমরা ঐক্যবদ্ধ হই।

Advertisement

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরাও জাতীয় ঐক্য চাই। আমরা জাতীয় ঐক্য চাই সাম্প্রদায়িক অশুভ শক্তির বিরুদ্ধে, আমরা জাতীয় ঐক্য চাই স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে, আমরা জাতীয় ঐক্য চাই নষ্ট রাজনীতির বিরুদ্ধে, আমরা জাতীয় ঐক্য চাই দুর্নীতি-সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা জাতীয় ঐক্য চাই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সঙ্গে, আমরা জাতীয় ঐক্য চাই এ দেশের জন্মের চেতনার সঙ্গে, এ চেতনা নিয়েই আমরা জাতীয় ঐক্য চাই।

নির্বাচনকে সামনে রেখে ছক করে নেতাকর্মীদের আটকের মাধ্যমে এগুচ্ছে সরকার -বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন মন্তব্য দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ইতিহাসটা দেখুন, ফেরিতে প্লেট চুরির জন্য আমাদের নেতাদের বিরুদ্ধে মামলা করেছিল কারা? কত মামলা নিয়ে আমরা নির্বাচনে গিয়েছি। আমাদের হাজার হাজার নেতাকর্মী বাড়ি ছাড়া। সাধু সাজে কারা? কত মামলায় তারা আমাদের জর্জরিত করেছে।

ওবায়দুল কাদের বলেন, অন্যায়ভাবে মামলা হোক তা আমরা চাই না। এখন যে মামলা হয়েছে, পুলিশ বলছে তারা (বিএনপি) আন্দোলনের নামে নাশকতার ছক আঁকছে, পুলিশের কাছে তথ্য আছে। পুলিশ বলছে, তারা (বিএনপি) ২০১৪ সালের মত সন্ত্রাসী তৎপরতার পরিকল্পনা তৈরি করছে গোপনভাবে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, তথ্য তো আমাদের কাছে না; জানবে পুলিশ, জানবে গোয়েন্দারা। এ ধরনের অভিযোগে পুলিশ যদি কারও বিরুদ্ধে মামলা করে এটা কি হয়রানিমূলক মামলা হবে? নিরপরাধ হলে আদালতে যান, আদালতে গিয়ে ফয়সালা করুন, স্বাধীনতা আছে। বেগম জিয়ার ৩০ মামলার কি জামিন হয়নি?

Advertisement

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দলটির অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এইউএ/আরএস/জেআইএম