আইন-আদালত

নেত্রকোনার ২ জনকে কারাগারে প্রেরণ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলার আব্দুর রহমান (৮০) ও আহম্মদ আলীকে (৭৮) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার তাদের ট্রাইব্যুনালে হাজির করার পর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল এবং তাকে সহযোগিতা করেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নী।এর আগে বুধবার ট্রাইব্যুনাল-১ নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় সাত জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা জারির পর ২ জনকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী। পরে বৃহস্পতিবার তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করলে আদালত এ আদেশ দেন। প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নি গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়ে বলেন, গত বছরের ১১ ফেব্রুয়ারি থেকে সাতজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত করছেন তদন্ত কর্মকর্তা শাহজাহান কবির। প্রাথমিকভাবে অপরাধে জড়িত থাকার প্রমাণ মিলেছে। তাই তদন্তের স্বার্থে তাদেরকে গ্রেফতার করা প্রয়োজন।এফএইচ/আরএস/এমআরআই

Advertisement