খেলাধুলা

চ্যাম্পিয়ন নেপাল মাঠে নামছে মঙ্গলবার

বঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার মাঠে নামছে চ্যাম্পিয়ন নেপাল। সিলেট জেলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬ টায় নেপাল খেলবে তাজিকিস্তানের বিরুদ্ধে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, মাছরাঙা টেলিভিশন, নাগরিক টেলিভিশন। ধারাবিবরণী দেবে বাংলাদেশ বেতার।

Advertisement

আন্তর্জাতিক ফুটবলে তাজিকিস্তান ও নেপাল বেশি মুখোমুখি হয়নি। এইতো গত বছর দুই দেশ একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে নেপাল হেরেছিল ৩-০ গোলে।

ফিফা র‌্যাংকিংয়ে নেপালের চেয়ে ৪০ ধাপ এগিয়ে তাজিকিস্তান। দক্ষিণ এশিয়ার দেশটির র‌্যাংকিং ১৬০, মধ্য এশিয়ার দলটির অবস্থান ১২০ এ। কাগজ-কলমে এগিয়ে থেকেই নেপালের বিরুদ্ধে খেলতে নামবে তাজিকিস্তান।

নেপাল বঙ্গবন্ধু গোল্ডকাপের বর্তমান চ্যাম্পিয়ন। আবহাওয়া, মাঠ পরিচয়ে তাজিকিস্তানের চেয়ে এগিয়ে থাকবে হিমালয়ের দেশটি। এই তো গত মাসের প্রথম সপ্তাহে নেপাল ঢাকায় খেলে গেছে সাফ সুজকি কাপ। চারটি ম্যাচ খেলে তারা দুটিতে জিতেছে, দুটি হেরেছে।

Advertisement

তাজিকিস্তান এ বছর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। গত মার্চে এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচে তাজিকিস্তান ২-১ গোলে হেরেছে ফিলিপাইনের কাছে।

আরআই/এসএএস/এমএস