রাজনীতি

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতে বললেন তারানা হালিম

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতির ঊর্ধ্বে থেকে হলেও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে হবে। কারণ বঙ্গবন্ধু কোনো বিশেষ গোষ্ঠী বা দলের নেতা নন। তিনি সবার। বঙ্গবন্ধুকে অস্বীকার করলে দেশের স্বাধীনতাকে অস্বীকার করা হবে। বৃহস্পতিবার বিসিসি অডিটোরিয়ামে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আয়োজিত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।তিনি বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। দেশের নাগরিক হয়ে দেশকে অস্বীকার করার সুযোগ নেই। তার দর্শন থেকে বোঝা যায় তিনি এদেশের মানুষকে কতটা ভালোবাসতেন। সংগ্রাম করেছেন, জেল খেটেছেন মুখে যা বলেছেন জীবন দিয়ে তার সত্যতা প্রমাণ করেছেন। তারানা হালিম বলেন, বঙ্গবন্ধুর দর্শন আমাদের জাতীয় সম্পদ। যারা বঙ্গবন্ধুর দর্শনকে অনুকরণীয় আদর্শ হিসেবে মেনে নিতে পারেনি এটা তাদের হিনতা দৈন্যতার পরিচয়।ইনডেম্যানিটি বিলের সমালোচনা করে তারানা বলেন, আইন করে হত্যাকারী বা খুনীদের বাঁচানোর এমন চেষ্টা পৃথিবীর আর কোনো দেশে নেই। খুনীদের দায়মুক্তি দিয়ে গোলাম আযমের মতো স্বাধীনতাবিরোধীকে দেশে ও রাজনীতিতে পুর্নবাসিত করেছেন জিয়াউর রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি’র চেয়ারম্যান সুনিল কান্তি বোস, বিসিসি নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম প্রমুখ।আরএম/এসকেডি/পিআর

Advertisement