দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদক আদালতে অবস্থানের সাজা ভোগ করার পর তাদের আইনজীবী সালাউদ্দিন দোলন বলেছেন, যেহেতু সত্যের ভিত্তিতে রিপোর্ট করা হয়েছে। তাই আমরা আশা করিছিলাম আমার মক্কেলরা (দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদক) মুক্তি পাবেন। তবে সর্বোচ্চ আদালতের দেয়া রায়কে আমরা গ্রহণ করেছি ও মেনে নিয়েছি।বৃহস্পতিবার সাজা ভোগ করে জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদক আপিল বিভাগ থেকে বেরিয়ে আসার পর বেলা সোয়া একটার দিকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে দাড়িয়ে আইনজীবী সালাউদ্দিন দোলন সাংবাদিকদের সঙ্গে এই মন্তব্য করেন।রায়ের বিরুদ্ধে রিভিউ করা হবে কি-না জানতে চাইলে জবাবে আইনজীবী বলেন, রায়ের লিখিত কপি বের হওয়ার পর মক্কেলের সঙ্গে আলোচনা করে রিভিউ করা হবে কি-না সিদ্ধান্ত নেয়া হবে।এ সময় জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়সহ আরো অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, মানবতা বিরোধী অপরাদে অভিযুক্ত সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা)`র রায় নিয়ে গত ১৬ জুলাই প্রধান বিচারপতিকে জড়িয়ে নিবন্ধ প্রকাশ করে আদালত অবমানার অভিযোগে বৃহস্পতিবার দৈনিক জনকণ্ঠের প্রকাশক, সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়কে আদালতের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাদের দুই জনকে এজলাস কক্ষে অবস্থানের দণ্ড দেন আপিল বিভাগ। একই সঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো সাত দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।এফএইচ/আরএস/পিআর
Advertisement