জাতীয়

পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের ভেতরে প্রবেশ নিষেধ

বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের কোয়ালিফাইং পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করার লক্ষ্যে কেন্দ্রের ২০০ গজের অভ্যন্তরে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৫ সনের বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের কোয়ালিফাইং পরীক্ষা আগামী ১৬ আগস্ট থেকে বক্শী বাজারস্থ সরকারি মাদ্রাসা-ই-আলীয়া কেন্দ্রে অনুষ্ঠিত হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে এবং পরীক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (অর্ডিন্যান্স নম্বর- III/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ (দুইশত) গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো।এই আদেশ আগামী ১৬ আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।জেইউ/এসকেডি/এমআরআই

Advertisement