বিশ্ব বসতি দিবস সোমবার। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালন করা হয়।
Advertisement
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ গুরুত্বের সাথে বিশ্ব বসতি দিবস পালন করা হবে। এ বছরে দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মিউনিসিপ্যাষ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট’ যার বাংলারূপ দেয়া হয়েছে ‘পৌর এলাকার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা’।
রোববার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিশ্ব বসতি দিবস উপলক্ষে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৭টায় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা। সকাল ৯টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবস উদ্বোধন অনুষ্ঠান হবে। বিকেল ৩টায় সেগুনাবগিচারা গণপূর্ত অধিদফতরের সম্মেলন কক্ষে দিবসের প্রতিপাদ্যের ওপর সেমিনার হবে।
Advertisement
দিবস উপলক্ষে মন্ত্রণালয়ের উদ্যোগে গবেষণাধর্মী স্মরণিকা প্রকাশ ও কয়েকটি পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করছে। এছাড়াও বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার বিশ্ব বসতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরএমএম/এসএইচএস/জেআইএম