রাজনীতি

৭ দিনের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হবে : মওদুদ

ডিজিটাল নিরাপত্তা আইনকে গণমাধ্যমের জন্য কালো আইন আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘দুরভিসন্ধিমূলকভাবে আগামী নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য এ আইন করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যমের কালো আইন সাতদিনের মধ্যে বাতিল করা হবে।’

Advertisement

রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

‘প্রতিহতের নামে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার অরাজকতা করলে বিএনপিও পাল্টা প্রতিহত করবে’ এমন হুঁশিয়ারি দিয়ে মওদুদ বলেন, ‘সরকারি দলের নেতারা মাঠ দখলের কথা বলছেন তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি প্রতিহতের নামে অরাজকতা করলে আমরাও প্রতিহত করবো। এবার তাদের ছেড়ে দেবো না। তাদেরকে এবার খালি মাঠে খেলতে দেবো না।’

বর্তমান সরকারের সময় শেষ- এমন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘আজকের জনসভা এই ইঙ্গিতটাই বহন করে সরকারের সময় শেষ। বাংলাদেশের সব মানুষ আজ ঐক্যবদ্ধ। এই জোয়ার ঠেকানোর আর কেউ নেই।’

Advertisement

তিনি বলেন, ‘কর্মসূচি পালন করতে আর প্রশাসনের অনুমতি নেয়া হবে না। অনুমতি ছাড়াই সব কর্মসূচি পালন করা হবে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি সম্পর্কে প্রশাসনকে অবহিত করবো।’

মওদুদ আরও বলেন, ‘বেগম জিয়াকে আইনের মাধ্যমে আর মুক্ত করা সম্ভব নয়। তার মুক্তির একমাত্র পথ রাজপথ।’

কেএইচ/বিএ/জেআইএম

Advertisement