দেশজুড়ে

যমুনায় ধরা পড়া শুশুকটি মারা গেছে

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় যমুনা নদীতে প্রায় ৯ ফুট দৈর্ঘ্যের একটি শুশুক (ডলফিনের প্রজাতি) ধরা পড়েছে।

Advertisement

গতকাল শনিবার বিকেলে উড়িয়া ইউনিয়নের রতনপুর হাজিরহাট এলাকায় নয়া মিয়া নামের এক জেলের জালে শুশুকটি ধরা পড়ে। পরে সেটিকে ডাঙ্গায় তোলার পর মারা যায়। রোববার দুপুরের দিকে শুশুকটিকে মাটি চাপা দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নদীতে পাতিয়ে রাখা জালে শুশুকটিকে জালে আটকা অবস্থায় দেখতে পান নয়া মিয়া। পরে সেটিকে ডাঙ্গায় তোলা হলে কিছুক্ষণ পরে শুশুকটি মারা যায়। খবর পেয়ে শুশুকটিকে দেখতে মানুষের ভিড় জমে।

উইকিপিডিয়ায় জানা যায়, শুশুক ডলফিনের একটি প্রজাতি। এর ইংরেজি নাম গ্যাঙ্গিজ রিভার ডলফিন। এটি ভারত, বাংলাদেশ ও নেপালের স্বাদু পানিতে পাওয়া যায়। এই শুশুক প্রজাতি প্রাথমিকভাবে গঙ্গা নদী ও ব্রহ্মপুত্র নদ এবং বাংলাদেশ ও নেপালে প্রবাহিত তাদের শাখা নদীগুলোতে দেখা যায়।

Advertisement

রওশন আলম পাপুল/এমএএস/জেআইএম