বিনোদন

দর্শকের আগে সিনেমা হল মালিকদের রুচি বদলাতে হবে

‘সিনেমার যে বিবর্তন চলছে সেখানে দর্শকের রুচি বদলাচ্ছে। তবে সেটা খুব কম। কিন্তু আমার মনে হয় দর্শকের আগে সিনেমা হল মালিক ও বুকিং এজেন্টদের রুচি বদলানো বেশি জরুরি। তারা সিনেমা বলতে গতানুগতিক নাচানাচি, মারামারির গল্পের সিনেমা বোঝায়।’

Advertisement

‘বেঙ্গল বিউটি’ সিনেমার মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

তিনি বলেন, ‘সারা বিশ্বজুড়েই সিনেমা অনেক এগিয়ে। চাইনিজরা ছোট আকৃতির মানুষ। ওদের চোখ ছোট। কিন্তু ওরা অনেক ছবি দেখে। তাই চীনে সিনেমা হলের সংখ্যা অনেক। আমাদের সেই অভ্যাস করলে আমাদের সিনেমা আবার দাঁড়িয়ে যাবে।’

আব্দুল আজিজ বলেন, ‘আমরা ঢাকার সিনেমা নিয়ে খুব বেশিদূর এগুতে পারছি না। তবে খানিকটা পরিবর্তন আসছে। পাঁচ বছর আগেও এদেশে সিনেমা বলতেই ছিল মারামারি, কাটাকাটি আর নাচগান। গল্প নিয়ে ভাবাই হতো না। তবে এখন গল্পনির্ভর সিনেমা হচ্ছে। পাশের দেশ কলকাতাতেও বিরাট পরিবর্তন দেখা যাচ্ছে। সেখানে অল্প টাকার গল্পপ্রধান ছবিগুলো বেশি ব্যবসা করছে। বুম্বাদা, দেব, সোহমরা গল্পনির্ভর ছবি করছেন। জিৎ, অঙ্কুশরা এখনো আগের স্টাইলেই আছেন। তবে অনেক স্ট্রাগল করতে হচ্ছে।’

Advertisement

আজিজ আরও বলেন, ‘আমাদের দেশেও পরিবর্তন আসছে। কিছু কিছু সিনেমা হলের মালিকও অনুধাবন করছেন এই পরিবর্তন। আমরা যখন একটি ভিন্নধারার গল্প নিয়ে ‘পোড়ামন ২’ মুক্তি দিতে গেলাম অনেক হল মালিকই সেটি নিতে চায়নি। তারা শাকিব খানের ছবি চালিয়েছে। কিন্তু পরের সপ্তাহেই তারা আফসোস করেছে ‘পোড়ামন ২’ না চালানোর জন্য। তারা পরবর্তীতে ছবিটি চালিয়েছে। যদিও তারা ছবির সাফল্যের জন্য সিয়াম-পূজা ও জাজকে বাহবা দিয়েছে কিন্তু আমি মনে করি এই বাহবা একমাত্র গল্পেরই পাওয়া উচিত। ‘বেঙ্গল বিউটি’ও একটি গল্পপ্রধান ছবি। যারা দেখবেন ভালো লাগবেই। সবাই হলে গিয়ে ছবিটি দেখুন, অন্যকেও বলুন।’

আসছে ৫ অক্টোবর সারা দেশে মুক্তি পাচ্ছে রাহসান নূর পরিচালিত ‘বেঙ্গলি বিউটি’। এতে রাহসানের পাশাপাশি অভিনয় করেছেন লাক্স তারকা টয়া। ছবিটি বাংলাদেশে পরিবেশনার দায়িত্বে রয়েছে জাজ মাল্টিমিডিয়া।

ছবিটি এর আগে আমেরিকায় মুক্তি পেয়ে ভালো ব্যবসা করেছে। শিগগিরই চীনেও প্রথম বাংলাদেশি ছবি হিসেবে এটি মুক্তি পাবে বলে জানালেন নির্মাতা।

এলএ/বিএ/জেআইএম

Advertisement