জাতীয়

চোরাচালানকারীদের তালিকা বিনিময় হবে

বাংলাদেশে চোরাচালানের সঙ্গে জড়িতদের তালিকা তৈরি করেছে পুলিশ। এখন হালনাগাদ চলছে। চোরাচালানের সঙ্গে জড়িতদের তালিকা নেই ভারতের কাছে। তবে তারা তালিকা তৈরির কাজ করছে। তালিকা তৈরির কাজ শেষে তা বিনিময় করে জোড়ালো পদক্ষেপ নেয়া হবে।বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোখলেছুর রহমান।তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরে থেকে চোরাচালান করছে বা বাংলাদেশে চোরাচালানে দেশের বাইরে থেকে সম্ভাব্য কারা কারা জড়িত তাদের তালিকা তৈরি করা হলেও বিনিময় হয়নি।ভারত এক্ষেত্রে তালিকা করলে দুই দেশ মিলে জাল টাকা, মাদক, স্বর্ণসহ সব ধরণের চোরাচালান বন্ধে যৌথভাবে কাজ করা হবে।তিনি বলেন, জাল টাকা ছাড়াও অন্যান্য চোরাচালান বন্ধে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) আন্তরিকতার সঙ্গে আলোচনা করছে। চোরাচালান বন্ধে ভারত সব ধরণের টেকনিক্যাল সাপোর্ট দিতে সম্মতি জ্ঞাপন করেছে।ভারত জাল টাকা নিয়ে উদ্বিগ্ন থাকলেও বাংলাদেশ থেকে স্বর্ণের চোরাচালান যাচ্ছে ভারতে। এক্ষেত্রে ভারতের ভূমিকা কি? জানতে চাইলে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোখলেছুর রহমান বলেন, শুধু জাল টাকাই নয় আমরা সব ধরণের চোরাচালান নিয়ে কথা বলেছি।ভারত সহযোগীতা দিতে চেয়েছে। ইতিমধ্যে দ্বিপাক্ষিক তথ্য আদান প্রদান, ইনটেলিজেন্স বিনিময়, জাল নোট তৈরির উৎসসহ সব ধরণের চোরাচালান সম্পর্কে জাতীয় তথ্য শেয়ারিং হয়েছে।সংবাদ সম্মেলনে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) প্রধান এস কে সিং বলেন, আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে টাস্কফোর্সের মাধ্যমে সকল ধরণের চোরাচালান বন্ধে যৌথভাবে কাজ করছি। আশা করা যায়, খুব দ্রুত চোরাচালান আরও কমে আসবে। ইতিমধ্যে ভারত থেকে বাংলাদেশে মাদক চোরাচালান কমে এসেছে বলেও দাবি করেন তিনি।এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ পুলিশের ঢাকা মহানগরের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম, সিআইডির বিশেষ শাখার পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকী ও সিআইডির কর্মকর্তাবৃন্দ।উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের সরকারের সম্মতিক্রমে ফেইক কারেন্সি (জাল টাকা) অপতৎপরতা বন্ধে যৌথ টাস্কফোর্স গঠিত হয়। এই টাস্কফোর্স বছরে দুইবার সম্মেলনে মিলিত হয়। গতবার ভারতে সম্মেলন হয়েছে। এবার বাংলাদেশে হচ্ছে। গত বুধবার এ দুই দিনের এ সম্মেলন শুরু হয়।জেইউ/এআরএস/পিআর

Advertisement