খেলাধুলা

বাংলাদেশের প্রশংসায় মুখর ভারতের সাবেকরা

ফাইনালটা হলো একবারে ফাইনালের মতো। 'কেউ কারে নাহি ছাড়ি সমানে সমান'। শেষ পর্যন্ত নিয়ম রেখে এক দল জিতল। এক দল হারবে এটাই স্বাভাবিক। তবে হারলেও কোটি মানুষের মন জয় করে নিয়েছে বাংলাদেশ। ভারতের সাবেকরা রীতিমত প্রশংসায় ভাসিয়েছেন টাইগারদের।

Advertisement

আরও একবার কাছে এসে স্বপ্নভঙ্গ। ভারতের সামনে লক্ষ্যটা ছিল মাত্র ২২৩ রানের। এমন শক্তিশালি ব্যাটিং লাইনআপের জন্য যেটা হেসে খেলে উড়িয়ে দেয়ার মতো। কিন্তু টাইগাররা হাল ছাড়লো না। ইনিংসের শেষ বল পর্যন্ত বোঝা যাচ্ছিল না, কোন দল জিতবে। অবশেষে বাংলাদেশই হেরে গেল, শেষ মুহূর্তে।

বাংলাদেশের এমন লড়াকু মানসিকতার প্রশংসা না করে পারছেন না ভারতের সাবেক ক্রিকেটাররা। সাবেক টেস্ট ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, 'এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ায় ভারতকে অভিনন্দন। সাকিব আর তামিম ছিলেন না, তারপরও দুর্দান্ত লড়াই এবং হাল না ছাড়া মানসিকতা এবং শেষ বিন্দু দিয়ে লড়ার জন্য বাংলাদেশকে টুপি খোলা সম্মান।'

ক্রিকেটার থেকে ধারাভাষ্যকার হওয়া মোহাম্মদ কাইফ লিখেছেন, 'এশিয়া কাপ জেতার জন্য ভারতকে অভিনন্দন। পুরো টুর্নামেন্টজুড়ে বোলাররা দুর্দান্ত ছিল। আমাদের জয়ের পেছনে বড় কারণ এটা। ম্যাচটাকে এত গভীরে নিয়ে যেতে বাংলাদেশ দারুণ চেষ্টা দেখিয়েছে। ভালো খেলেছো।'

Advertisement

বাংলাদেশের কট্টর সমালোচক হিসেবে বীরেন্দর শেবাগের দুর্নাম আছে। সেই শেবাগও এশিয়া কাপের ফাইনাল দেখার পর টাইগারদের প্রশংসায় ভাসালেন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ, এত কাছে তবু কত দূরে। এশিয়া কাপ জেতার জন্য ভারতকে অভিনন্দন। গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় ছাড়াও এমন উজ্জীবিত লড়াই উপহার দেওয়ায় বাংলাদেশের প্রতি টুপি খোলা সম্মান জানাচ্ছি। এ জয়ের পরও ভারতের উন্নতির অনেক জায়গা আছে। আমি আশাবাদী ওরা আরও ভালো করবে।’

এমএমআর/আরআইপি