আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘আন্দোলনের নামে যারা সন্ত্রাসী কার্যকলাপ করবে তাদেরকে ধরিয়ে দিতে হবে, প্রতিহত করতে হবে।’
Advertisement
শনিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত ‘বিএনপির অব্যাহত মিথ্যাচার ও চক্রান্তের বিরুদ্ধে’ কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।
আমু বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে সব ষড়যন্ত্র মোকাবেলা করে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক সরকার কায়েম হবে। তাই ১৪ দলের নেতাকর্মীদেরকে শপথ নিয়ে প্রস্তুত হতে হবে।’
তিনি বলেন, ‘তারা আন্দোলনের নামে রেললাইন তুলে ফেলার চেষ্টা ও রাস্তা-ঘাট বন্ধ করতে পারে। এ জন্য পাহারা দিতে হবে, সতর্ক থাকতে হবে।’
Advertisement
আওয়ামী লীগের প্রবীণ এ নেতা বলেন, ‘কোনো মানুষ নদীতে পড়ে গেলে বাঁচার জন্য খড়কুটা হলেও ধরার চেষ্টা করে। খালেদা জিয়ার ২০ দল ডুবে যাচ্ছে। তাই তারা ওই খড়কুটা যুক্তফ্রন্ট-গণফ্রন্ট ওমুক ফ্রন্ট ধরে যুক্তফ্রন্ট করতে চায়, অনেক বড় জোট করতে চায়। কিন্তু কোনো জোটে তাদের কাজ হবে না।’
সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে আমু বলেন, ‘সবচেয়ে বড় মানুষের জোট। সেই জোট শেখ হাসিনার সঙ্গে, শেখ হাসিনার নেতৃত্বে। ১৬ কোটি মানুষ যে উন্নয়ন পেয়েছে, পদ্মা সেতু, পায়রা বন্দর, মেট্রোরেলসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। মানুষ এটা দেখতে চায়। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বিশ্বে তাক লেগে গেছে।’
তিনি বলেন, ‘বিশ্ব নেতারা শেখ হাসিনার মঙ্গল কামনা করছে। তিনি আবার জয়যুক্ত হয়ে ফিরে আসুন-এটাই তারা কামনা করছে। শেখ হাসিনা এখন জাতীয় নেতা নন, তিনি বিশ্ব নেতৃত্বের অন্যতম নেত্রী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছেন।’
১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে কর্মী সমাবেশ সঞ্চালন করেন ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক শাহে আলম মুরাদ। সমাবেশে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জেপি মহাসচিব শেখ শহীদুল ইসলাম, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, বাংলাদেশ জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান প্রমুখ।
Advertisement
এইউএ/এএইচ/জেআইএম