দেশজুড়ে

আমার বক্তব্য হুবহু প্রচার করে না সাংবাদিকরা : কাদের

সাংবাদিকদের উদ্দেশ্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমার বক্তব্য হুবহু প্রচার না করে কেটেছেঁটে প্রচার করা হয়। ফলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়।

Advertisement

তিনি বলেন, আমার বক্তব্য হুবহু প্রচার করে না সাংবাদিকরা। কিছু অংশ রেখে কিছু অংশ কেটে ফেলে দেয়ায় বিভ্রান্তি সৃষ্টি হয়। এমন বিভ্রান্তি সৃষ্টি করবেন না আপনারা।

শনিবার দুপুরে শরীয়তপুরের জাজিরা অংশের পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের, পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কসহ সার্বিক অগ্রগতি প্রায় ৭০ ভাগ সম্পন্ন হয়েছে। আগামী ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুকে কেন্দ্র করে নেয়া বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। পদ্মা সেতুর নাম দেয়া হবে ‘শেখ হাসিনা পদ্মা সেতু’।

Advertisement

এ সময় পদ্মা সেতু প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে মুন্সিগঞ্জের মাওয়া অংশের পদ্মা সেতুর বিভিন্ন কাজের অগ্রগতি পরিদর্শন করেন সেতুমন্ত্রী।

এ কে এম নাসিরুল হক/এএম/জেআইএম