প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, যারা দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন তাদের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে ভয় বা আতঙ্কিত হওয়ার কারণ নেই।
Advertisement
তিনি বলেন, স্বাধীন সাংবাদিকতার আড়ালে যারা অপসাংবাদিকতা, মানুষের চরিত্র হরণ, দেশের সার্বভৌমত্ব ও সাম্প্রদায়িকতার ওপর আঘাত হানায় লিপ্ত তাদের দমনের জন্যই এ আইন করা হয়েছে। যারা প্রকৃত সাংবাদিকতা করবেন তাদের ওপর এ আইন প্রয়োগ হবে না।
শনিবার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
ইকবাল সোবহান বলেন, সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার। নবম ওয়েজবোর্ডে প্রিন্ট মিডিয়ার পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়াকে অন্তর্ভুক্ত করা হবে।
Advertisement
এ সময় উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. কামরুল হাসান খান, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।
আরিফ উর রহমান টগর/এএম/আরআইপি