ডিজিটাল যুগে পিছিয়ে থাকবেন না কেউ। তাই স্মার্টফোনে সহজে বই পড়তে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য তৈরি করা হয়েছে মোবাইল অ্যাপ।
Advertisement
শনিবার জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে ‘বাংলা ডকরিডার’ নামের এ অ্যাপটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জাম।
ভিজুয়াল ইমপেয়ার্ড এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ভিউ ফাউন্ডেশন) এবং ইনোভেশন গ্যারেজ লিমিটেড যৌথভাবে অ্যাপটি তৈরি করেছে। তাদের দাবি, দৃষ্টিপ্রতিবন্ধীদের বই পড়ার জন্য বাংলা ভাষায় এটিই প্রথম অ্যাপ।
এই মোবাইল অ্যাপ ব্যবহার করে যেকোনো ইউনিকোড বাংলা, ইংরেজি বই বা ডকুমেন্ট শব্দ, লাইন, প্যারা ও পেজ সহজে পড়তে ও শুনতে পারবেন। এ অ্যাপসটি যেকেউ গুগল প্লে-স্টোর থেকে বিনামূল্যে (Accessible Doc Reader) ডাউনলোড করে ব্যবহার করা যাবে।
Advertisement
ভিউ ফাউন্ডেশন চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম খান শাহিনসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া দৃষ্টিপ্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।
এসআই/এমবিআর/এমএস