সাপটির দৈর্ঘ্য সাড়ে চার ফুট। ক্ষুধায় তাড়নায় সে গিলে ফেলেছিল তিন ফুটের এক কোবরাকে। পরে অবশ্য হজম হয়নি ওই সাপ। একপর্যায়ে খাদক সাপটি বমি করে তা বের করে দেয়। ভারতের উড়িষ্যা রাজ্যের পুরি জেলায় সাপটি ধরা পড়ে।
Advertisement
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, গ্রামবাসীর সামনেই তিন ফুটের সাপটিকে বমি করে বের করে দেয় সাড়ে চার ফুটের কোবরা। হরিশ চন্দ্র নামের এক ব্যক্তি তার রান্নাঘরে সাপটিকে দেখতে পান। সাপটি একটি চালের ড্রামে লুকিয়ে ছিল। তিনি তাৎক্ষণিক বিষয়টি স্নেক হেল্পলাইনকে (সাপ ধরতে বিশেষ হেল্পলাইন) অবহিত করেন। পরে হেল্পলাইনের সদস্যরা সাপটিকে উদ্ধার করেন।
স্নেক হেল্পলাইনের একজন জেষ্ঠ সদস্য জানান, একই প্রজাতির সাপকে গিলে ফেলা একটি বিরল ঘটনা। এর আগে এমন ঘটেছে বলে আমার জানা নেই।
গিলে ফেলা সাপটিকে উদগিরনের দৃশ্যটি স্থানীয়রা মোবাইল ফোনে ধারণ করেন। পরে টাইমস অব ইন্ডিয়া তাদের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করে।
Advertisement
এসআর/এমএস