চুয়াডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী মাহমুদ আলমকে ঘুষ লেনদেনের সময় হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন। এ ব্যাপারে বুধবার রাতে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। দুদকের উপ-পরিচালক আব্দুল গাফফার বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।দুদক কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ঘুষ লেনদেনের সময় চুয়াডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী মাহমুদ আলমকে আটক করা হয়। স্থানীয় এক ঠিকাদারের বিলের পরিপ্রেক্ষিতে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন ওই প্রকৌশলী। বিষয়টি জানতে পেরে দুদক ফাঁদ পেতে হাতেনাতে ঘুষের ৫০ হাজার টাকাসহ তাকে আটক করে।তিনি আরো জানান, কমিশনের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল গাফফারের নেতৃত্বে চার সদস্যের একটি দল অভিযান চালিয়ে তাকে টাকাসহ আটক করে। সন্ধ্যায় ঘুষ লেনদেনের অভিযোগে জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মাহমুদ আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।সালাউদ্দীন কাজল/এসএস/আরআইপি
Advertisement