পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি লিবরা ইনফিউশনের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে কোম্পানির কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, সম্প্রতি লিবরা ইনফিউশনের শেয়ার দর অস্বাভাবিক ভাবে বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে নোটিশ পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ। জবাবে কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, অস্বাভাবিক দর বাড়ার কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই। অর্থাৎ কারণ ছাড়াই বাড়ছে কোম্পানিটির শেয়ার দর।বিশ্লেষণে দেখা যায়, ২ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত কোম্পানিটির শেয়ার দর ৩৪০ টাকা থেকে বেড়ে ৪৪০ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ উল্লেখিত সময়ে শেয়ারটির দর বেড়েছে ১০০ টাকা। আর এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। গত ৫২ সপ্তাহে শেয়ারটি ৩০৫ টাকা থেকে ৪৬১ টাকায় বেচাকেনা হয়।উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।এসআই/এএইচ/আরআইপি
Advertisement