জাতীয়

ঝুঁকিভাতার পরিবর্তে ‘বিশেষভাতা’ পাবেন পুলিশ ইন্সপেক্টররা

পুলিশের পরিদর্শকরা (ইন্সপেক্টর) ঝুঁকিভাতার পরিবর্তে বছরে একবার তাদের মূল বেতনের সমপরিমাণ ‘বিশেষভাতা’পাবেন। এ ভাতা ২০১৭-২০১৮ অর্থবছর থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ।

Advertisement

অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে তিনটি শর্ত দিয়ে বিশেষভাতা প্রদানে সম্মতি দেয়া হয়।

এতে বলা হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা বিধানে পুলিশ বিভাগে কর্মরত ইন্সপেক্টরদের কর্মক্ষেত্রে ঝুঁকির বিষয়টি বিবেচনাপূর্বক `ঝুঁকিভাতা’র পরিবর্তে তাদের অনুকূলে শর্তসাপেক্ষে বিশেষভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এগুলো হল- তারা এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ‘বিশেষভাতা’হিসেবে প্রতি অর্থবছরের শেষ মাসে একবারই পাবেন। এ বিশেষভাতা ২০১৭-২০১৮ অর্থবছর থেকে কার্যকর হবে।

এমইউএইচ/এনডিএস/এমএস

Advertisement