জাতীয়

প্রশিক্ষণকালে দুর্ঘটনায় নৌবাহিনীর দুই সদস্য নিহত

বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক অনুশীলন উপলক্ষে প্রশিক্ষণ চলাকালে গোলাবারুদের বক্স বিস্ফোরিত হয়ে নৌবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন। তাদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে গভীর সাগরে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহত দুজনের নাম ও পদবী আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সূত্রে জানা গেছে। তারা হলেন, পেটি অফিসার এম এম রহমান ও এম মোতালেব।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন চট্টগ্রামের পতেঙ্গা থানার ওসি (তদন্ত) গাজী ফজলুল আজীম। তিনি বলেন, ‘পতেঙ্গা নৌঘাঁটি থেকে খবর পেয়ে আমরা এখানে এসেছি। উনারা আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি। তবে যতটুকু শুনেছি বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে নৌবাহিনীর প্রশিক্ষণ চলাকালে তাদের ‘অ্যামুনেশন বক্স’ বিস্ফোরিত হয়ে নৌবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচ-ছয়জন গুরুতর আহত হয়েছেন।’

আইএসপিআর সূত্র জানায়, নৌবাহিনীর বার্ষিক অনুশীলনের সময় আনুমানিক বেলা ৩ টার দিকে বঙ্গোপসাগরে মহড়াকালীন ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। আহত ৬ জনকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

আবু আজাদ/এসএইচএস/জেআইএম