রাজনীতি

আরেক দফা পেছাল বিএনপির জনসভা

বিএনপির জনসভার তারিখ পরিবর্তন করা হয়েছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলটির সমাবেশ করার কথা থাকলেও সেটি রোববার (৩০ সেপ্টেম্বর) করতে চেয়ে লিখিত আবেদন জানানো হয়েছে।

Advertisement

বিএনপির পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে নতুন এ আবেদন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর জমা দেয়া হয়। বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ জাগো নিউজকে বলেন, ‘আজ (বৃহস্পতিবার) দুপুরে আমি এবং দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জনসভার অনুমতির বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করি। তিনি আমাদের ৩০ তারিখে জনসভা করার পরামর্শ দিয়ে একটি লিখিত আবেদন দিতে বলেন। সেই মোতাবেক আমরা আবেদন দিয়েছি।’

এর আগে গত সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ২৭ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ঘোষণা দেন। পরদিন মঙ্গলবার সংবাদ সম্মেলন করে রিজভী জানান, ২৭ সেপ্টেম্বরের পরিবর্তে ২৯ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা ২৭ সেপ্টেম্বর রাজধানীতে জনসভা করতে চেয়েছিলাম। পুলিশের কাছে অনুমতির জন্য যাওয়া হলে তারাই বলেছিলেন ২৭ তারিখ জনসভা করা ঠিক হবে না। ২৯ সেপ্টেম্বর ছুটির দিন আছে ওইদিন আপনারা সোহরাওয়ার্দীতেই জনসভা করতে পারবেন। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি।’

Advertisement

এদিন মহানগর নাট্যমঞ্চে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পক্ষ থেকে মতবিনিময় সভা করারও ঘোষণা দেয়া হয়। এই পরিস্থিতিতে ২৯ সেপ্টেম্বরও সোহারাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি পায়নি বিএনপি।

এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘পুলিশ এখন বলছে, ওইদিন (২৯ সেপ্টেম্বর) মহানগর নাট্যমঞ্চে ১৪ দলের মতবিনিময় সভা আছে। আমি বুঝতে পারছি না, ওই প্রোগ্রামের সঙ্গে আমাদের জনসভার কী সম্পর্ক?’

বুধবার রাতে অনুষ্ঠিত বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সভায় জনসভার ব্যাপারে আলোচনার কথা জানান স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

কেএইচ/এমআরএম/পিআর

Advertisement